Tuesday, April 20, 2010

২০ এপ্রিল ২০১০

আর না এখন সময় এসেছে বদলানোর।

কি হবে ছোটখাটো অপরাধে?- এই কথা বলে আজ আর নিজেদের অপারগতাকে ঢাকা যাচ্ছেনা। নিজের উদ্দেশ্য হাসিল করতে সমাজের এখানে ওখানে বিষ ছড়িয়ে আমরা আজ নিজেরাই বন্দী হয়ে গেছি অপরাধীদের কাছে। আজ এই বিষধরের ছোবল আমাদের সমাজ পরিবার আর ব্যক্তিগত জীবনকে বিষিয়ে তুলেছে। আমরা আজ জানিনা কোথা থেকে শুরু করবো এই বিষ ক্ষয়ের প্রক্রিয়া।

বিষয়টা খুব সহজ নয়, কিন্তু এর প্রক্রিয়া সাধ্যাতীত নয়। কারণ এই প্রক্রিয়া কেবল এক জায়গা থেকেই শুরু করা সম্ভব। আমি নিজেকে দিয়েই শুরু করতে পারি। আসলে আমরা কেবল নিজেদের জীবন যাপন দিয়ে এর প্রক্রিয়া শুরু করতে পারি।