এ বিশ্ব সংসার এক মায়ার খেলা|
অনেক পুরোনো কথা | শুধু তাই নয়, পলায়নী কথা|
কাজের কথা নয় মোটেই |কিন্তু কথাটা সত্যি|একথা সত্যি যে পার্থিব সব কিছু কেবলই বদলে যাচ্ছে| সব কিছু এক সময় শেষ হয় এখানে| না কথাটা ঠিক নয় যে সব কিছু শেষ হয়ে যায়| তবে এখানে এই পার্থিব জগতে দৃশ্যত: শেষ হয়ে যায়| কিন্তু এসব জেনে আমাদের কি হবে, যদি এ জানাকে কোনো কাজে লাগাতে না পারি? যদি এতে আমাদের জীবনের মান না বাড়ে? কিন্তু সত্যি এর ব্যবহার আছে আর আমরা একে আমাদের জীবনে ব্যবহার করতে পারি| এতে আমাদের জীবন অনেক বেশী আনন্দময় হয়ে ওঠে| নূন্যতম আমাদের ক্লেশ ভোগ কমে আসে|
No comments:
Post a Comment