বিশ্বের কোটি কোটি মানুষ দারিদ্র আর অনাহারে মরলেও আমরা মানব সমাজের অন্য সদস্যরা কেমন নির্বিকার আমাদের জীবন যাপন করে যাচ্ছি। মোট জন সংখ্যার ৫% মানুষ বিশ্বের ৯০% সম্পদের নিয়ন্ত্রক। এটা নির্ভুল ডাটা নয়, তবে সংখ্যাটা প্রায় এই রকমই। সমস্যা এটা নয় যে আমাদের যথেষ্ট নেই - সমস্যা হলো আমাদের শেয়ার করার - সবার সাথে ভাগ করে নেবার ইচ্ছাটা যথেষ্ট নেই। আমরা - মানব সমাজের সদস্যরা হাজার বছর ধরে সভ্যতার এমন এক গল্প (cultural story) বানিয়েছি আর সেটা নির্ভুল সত্য জেনে জীবন যাপন করে যাচ্ছি যা আর আমাদের জন্য লাগসই নয়। আমাদের তৈরী সত্য আজ আমাদের ধ্বংস করতে উদ্যত। আমরা আমাদের নিজেদের হত্যা করতে - নিজেদের আবাস এই পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলতেও দ্বিধাহীন।
আমাদের বর্তমান সাংস্কৃতিক গল্প অনুযায়ী - আমার যা তা আমার, তোমার যা তা তোমার। এক কথায় তুমি আর আমি আলাদা - আমরা বিছিন্ন পরস্পর থেকে। কিন্তু আমরা আসলে এক - একটি মাত্র সত্তা, যা আমরা এখনো জানিনা। যা আমরা এখনও উপলব্ধি করতে পারিনি। কিন্তু আমাদের অনেক পরিবারে এই আমি আর তুমি ভেদাভেদটা আজ আর নেই। ভালোবাসায় পূর্ণ প্রায় সব পরিবার তুমি আমি - তোমার আর আমার ভেদটা ঘুঁচে যায়। যেটা আমার সেটা তোমারও। আমরা আমাদের পরিবারের অন্যদের না দিয়ে খাবার কথা ভাবতেই পারি না। ভাজা ডিমের একটুকরা কিংবা মাছ ভাজার কিছুটা আমার টেবিলের অন্যদের না দিয়ে খাওয়া প্রায় অসম্ভব আমাদের কাছে। কিন্তু আমরা মানব পরিবারের অন্যদের সাথে এটা প্রতি নিয়ত করছি। আমরা খাচ্ছি আর ফেলছি। সংগ্রহ করছি - আরো সংগ্রহ করছি - ব্যবহার করছি বা করছিনা। আমার চোখের সামনে মানুষ না খেয়ে থাকছে - খাবার অযোগ্য খাদ্য খেয়ে বাঁচতে চাচ্ছে। কিন্তু আমরা নির্বিকার। কারণ আমাদের সাংস্কৃতিক গল্প - আমাদের সংস্কার। আমরা অন্যদের কে আমাদের পরিবারের সদস্য হিসেবে দেখি না। এটা আমাদের গল্পের সমস্যা সম্পদের অপ্রাচুর্য কোনো সমস্যা নয়।
আমাদের বর্তমান সাংস্কৃতিক গল্প অনুযায়ী - আমার যা তা আমার, তোমার যা তা তোমার। এক কথায় তুমি আর আমি আলাদা - আমরা বিছিন্ন পরস্পর থেকে। কিন্তু আমরা আসলে এক - একটি মাত্র সত্তা, যা আমরা এখনো জানিনা। যা আমরা এখনও উপলব্ধি করতে পারিনি। কিন্তু আমাদের অনেক পরিবারে এই আমি আর তুমি ভেদাভেদটা আজ আর নেই। ভালোবাসায় পূর্ণ প্রায় সব পরিবার তুমি আমি - তোমার আর আমার ভেদটা ঘুঁচে যায়। যেটা আমার সেটা তোমারও। আমরা আমাদের পরিবারের অন্যদের না দিয়ে খাবার কথা ভাবতেই পারি না। ভাজা ডিমের একটুকরা কিংবা মাছ ভাজার কিছুটা আমার টেবিলের অন্যদের না দিয়ে খাওয়া প্রায় অসম্ভব আমাদের কাছে। কিন্তু আমরা মানব পরিবারের অন্যদের সাথে এটা প্রতি নিয়ত করছি। আমরা খাচ্ছি আর ফেলছি। সংগ্রহ করছি - আরো সংগ্রহ করছি - ব্যবহার করছি বা করছিনা। আমার চোখের সামনে মানুষ না খেয়ে থাকছে - খাবার অযোগ্য খাদ্য খেয়ে বাঁচতে চাচ্ছে। কিন্তু আমরা নির্বিকার। কারণ আমাদের সাংস্কৃতিক গল্প - আমাদের সংস্কার। আমরা অন্যদের কে আমাদের পরিবারের সদস্য হিসেবে দেখি না। এটা আমাদের গল্পের সমস্যা সম্পদের অপ্রাচুর্য কোনো সমস্যা নয়।
No comments:
Post a Comment