BE THE CHANGE
Friday, September 16, 2011
Sunday, September 11, 2011
Saturday, August 27, 2011
CwG Q & A, 90 min show - Neale answers questions from Skype, email, text, video and phone. Originally aired June 26th CWGtv on USTREAM. Other Spirituality
Monday, August 15, 2011
প্রশ্ন প্রশ্ন প্রশ্ন
Saturday, February 19, 2011
Cultural Story
আমাদের বর্তমান সাংস্কৃতিক গল্প অনুযায়ী - আমার যা তা আমার, তোমার যা তা তোমার। এক কথায় তুমি আর আমি আলাদা - আমরা বিছিন্ন পরস্পর থেকে। কিন্তু আমরা আসলে এক - একটি মাত্র সত্তা, যা আমরা এখনো জানিনা। যা আমরা এখনও উপলব্ধি করতে পারিনি। কিন্তু আমাদের অনেক পরিবারে এই আমি আর তুমি ভেদাভেদটা আজ আর নেই। ভালোবাসায় পূর্ণ প্রায় সব পরিবার তুমি আমি - তোমার আর আমার ভেদটা ঘুঁচে যায়। যেটা আমার সেটা তোমারও। আমরা আমাদের পরিবারের অন্যদের না দিয়ে খাবার কথা ভাবতেই পারি না। ভাজা ডিমের একটুকরা কিংবা মাছ ভাজার কিছুটা আমার টেবিলের অন্যদের না দিয়ে খাওয়া প্রায় অসম্ভব আমাদের কাছে। কিন্তু আমরা মানব পরিবারের অন্যদের সাথে এটা প্রতি নিয়ত করছি। আমরা খাচ্ছি আর ফেলছি। সংগ্রহ করছি - আরো সংগ্রহ করছি - ব্যবহার করছি বা করছিনা। আমার চোখের সামনে মানুষ না খেয়ে থাকছে - খাবার অযোগ্য খাদ্য খেয়ে বাঁচতে চাচ্ছে। কিন্তু আমরা নির্বিকার। কারণ আমাদের সাংস্কৃতিক গল্প - আমাদের সংস্কার। আমরা অন্যদের কে আমাদের পরিবারের সদস্য হিসেবে দেখি না। এটা আমাদের গল্পের সমস্যা সম্পদের অপ্রাচুর্য কোনো সমস্যা নয়।
Tuesday, April 20, 2010
২০ এপ্রিল ২০১০
আর না এখন সময় এসেছে বদলানোর।
কি হবে ছোটখাটো অপরাধে?- এই কথা বলে আজ আর নিজেদের অপারগতাকে ঢাকা যাচ্ছেনা। নিজের উদ্দেশ্য হাসিল করতে সমাজের এখানে ওখানে বিষ ছড়িয়ে আমরা আজ নিজেরাই বন্দী হয়ে গেছি অপরাধীদের কাছে। আজ এই বিষধরের ছোবল আমাদের সমাজ পরিবার আর ব্যক্তিগত জীবনকে বিষিয়ে তুলেছে। আমরা আজ জানিনা কোথা থেকে শুরু করবো এই বিষ ক্ষয়ের প্রক্রিয়া।
বিষয়টা খুব সহজ নয়, কিন্তু এর প্রক্রিয়া সাধ্যাতীত নয়। কারণ এই প্রক্রিয়া কেবল এক জায়গা থেকেই শুরু করা সম্ভব। আমি নিজেকে দিয়েই শুরু করতে পারি। আসলে আমরা কেবল নিজেদের জীবন যাপন দিয়ে এর প্রক্রিয়া শুরু করতে পারি।
Friday, October 30, 2009
ILLUSIONS
এ বিশ্ব সংসার এক মায়ার খেলা|
অনেক পুরোনো কথা | শুধু তাই নয়, পলায়নী কথা|
কাজের কথা নয় মোটেই |কিন্তু কথাটা সত্যি|একথা সত্যি যে পার্থিব সব কিছু কেবলই বদলে যাচ্ছে| সব কিছু এক সময় শেষ হয় এখানে| না কথাটা ঠিক নয় যে সব কিছু শেষ হয়ে যায়| তবে এখানে এই পার্থিব জগতে দৃশ্যত: শেষ হয়ে যায়| কিন্তু এসব জেনে আমাদের কি হবে, যদি এ জানাকে কোনো কাজে লাগাতে না পারি? যদি এতে আমাদের জীবনের মান না বাড়ে? কিন্তু সত্যি এর ব্যবহার আছে আর আমরা একে আমাদের জীবনে ব্যবহার করতে পারি| এতে আমাদের জীবন অনেক বেশী আনন্দময় হয়ে ওঠে| নূন্যতম আমাদের ক্লেশ ভোগ কমে আসে|